০১ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম খুলনায় ঘুমন্ত অবস্থায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম জানান, একতলা বাড়ির থাই গ্লাস খুলে শুভকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তার মাথায় দুইটি ও বাম হাতে একটি গুলি লাগে। তিনি আরও বলেন, শুভ বর্তমানে কোনো কাজ করতেন...