পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর ও চরহেয়ার চরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সাগরের মোহনায় বিগত সাত বছর ধরে চলছে (ট্রলারে) ভাসমান বাজার। দূর থেকে দেখে মনে হবে ট্রলারগুলো নোঙর করে চলছে যাত্রাবিরতি। কিন্তু কাছে এলেই চোখে পড়বে নোঙর করা ট্রলারগুলো আসলে একেকটি ভাসমান দোকান। নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই প্রতিটি ট্রলার। জেলে বা ট্রলারের মাঝিরা টাকা কিংবা মাছের বিনিময়ে কিনছেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, শুকনো খাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। কী নেই সেখানে, আছে জরুরি ওষুধও। এমন ছয়টি ট্রলার নিয়ে সাগর মোহনায় গড়ে উঠছে ভাসমান বাজার। তবে এ ভাসমান বাজারের প্রতি স্থানীয় ব্যবসায়ীদের রয়েছে ক্ষোভ। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগর মোহনায় গড়ে ওঠা এই ট্রলারে ভেসে ভেসেই ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করেন। দিন গড়িয়ে রাত নামলেই বাজার জমে ওঠে। এখানে সব...