জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, নেপাল ৬ মাসে নির্বাচন দিতে পারে, বাংলাদেশের কেন ১৮ মাস লাগে— এই কঠিন প্রশ্নের মুখে পড়েছেন ড. ইউনূস। আলজাজিরার একজন উপস্থাপকের সাক্ষাৎকারে ড. ইউনূস এ প্রশ্নের সম্মুখীন হন। ফিরোজ বলেন, ‘নেপালে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে। সেটাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। জেন জিদের আন্দোলনে সেখানে পরিবর্তন হয়েছে। সেখানেও সংস্কারের দাবি উঠছে। সুশীলা কার্কী সাবেক প্রধান বিচারপতি, তিনি রাজনৈতিক ব্যক্তি না। তিনি অবসরে গেছেন, ৭২ বছর বয়স। তিনি এসে প্রথমেই নির্বাচনের ডেটটা ফিক্সড করে বলেছে যে, সংস্কার এবং সমস্ত কার্যক্রম করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা।’ সম্প্রতি নিজের ইউটিউবের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মোস্তফা ফিরোজ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, এখানে নির্বাচনের চেয়ে সুশাসন, সংস্কার, বিচার এগুলোর ওপরে প্রাধান্য আছে। এই কারণে সময় লাগছে।...