চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙ্গে ‘ফটিকছড়ি উত্তর’ নামে আরও একটি উপজেলা হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকারের সভায় নতুন এই উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত শনিবার গণমাধ্যম নিশ্চিত করেছেন। অক্টোবর মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সূত্রমতে, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ত্বরান্বিত করা ও জনসেবার মানোন্নয়নের স্বার্থে এ দাবি স্থানীয়ভাবে উত্থাপিত হয়ে আসছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং সেবাপ্রাপ্তি আরও দ্রুত ও কার্যকর হবে। সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর এ বিষয়ে গেজেট এবং প্রশাসনিক কাঠামো গঠন প্রক্রিয়া শুরু হবে। স্বীকৃতি পাওয়া ভুজপুর থানা নিয়ে বিস্তৃত ৪৭০ বর্গকিলোমিটার আয়তনের প্রায় আড়াই লাখের বেশি মানুষ অধ্যুষিত এলাকাটি। এবার দীর্ঘদিনের দাবির প্রতিফলনে উচ্ছ্বসিত এলাকাবাসী আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা...