দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ। বুধবার ভোর থেকেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় ঢাকা ছাড়তে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। তবে বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সকাল হওয়ার পর বেলা বাড়তে ক্রমে কমে আসছে বৃষ্টি। ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে অনেক যাত্রী বাসের জন্য সায়েদাবাদ ও এর আশেপাশে বাসস্ট্যান্ডগুলোতে আসতে থাকেন। ক্রমে বৃষ্টি কমার সঙ্গে বাড়ছে যাত্রীদের সংখ্যা। সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট বিক্রেতারা জানিয়েছেন, টানা চার দিন ছুটি থাকায় মঙ্গলবার বিকেল থেকেই যাত্রীদের চাপ ছিল। সন্ধ্যার পর যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। আরও পড়ুন:ঢাকায় ২৫৪ মণ্ডপে দুর্গাপূজা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার আজকেও অনেকে যাবেন। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় অনেকেই...