স্তনের কোষ থেকে গঠিত অস্বাভাবিক টিউমারকেই স্তন ক্যান্সার বলা হয়। সাধারণত এটি স্তনের নালী বা লোবিউলে শুরু হয়। কোষগুলোর অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে গুটি তৈরি হয়, যা শারীরিক পরীক্ষায় অনুভূত হতে পারে বা ম্যামোগ্রামের মতো পরীক্ষায় ধরা পড়ে। •নন-ইনভেসিভ (In situ):ক্যানসার কোষ শুধু নালী বা লোবিউলের মধ্যে সীমাবদ্ধ থাকে, আশপাশের টিস্যুতে ছড়ায় না। এটি প্রাণঘাতী নয় এবং প্রাথমিক অবস্থায় ধরা সম্ভব। •ইনভেসিভ: ক্যানসার কোষ আশপাশের টিস্যু, লিম্ফ নোড বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে (মেটাস্টেসিস)। স্তন ক্যানসারের কিছু ঝুঁকি আমরা পরিবর্তন করতে পারি না, আবার কিছু ঝুঁকি আমাদের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। •পরিবর্তন-অযোগ্য ঝুঁকি: লিঙ্গ (মহিলাদের ঝুঁকি বেশি), বয়স, পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস, ঘন স্তন টিস্যু, আগের ব্যক্তিগত ইতিহাস। •পরিবর্তনযোগ্য ঝুঁকি: জন্মনিয়ন্ত্রণ বড়ি বা হরমোন গ্রহণ, ধূমপান ও মদ্যপান,...