নিজ দেশ থেকে বলিউড বাদশা শাহরুখের অভিনয়কে জাতীয় স্বীকৃতি দিতে দেরি হলেও তার উদযাপনে মোটেই কমতি নেই অনুরাগীদের। কিং খানের দীর্ঘদিনের সহকর্মী বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের চোখে এই বিষয়টি এক দীর্ঘ প্রতীক্ষার পর স্বীকৃতির মুহূর্ত। বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সম্প্রতি জানিয়েছিলেন, তিনি খুবই খুশি যে শাহরুখ খান অবশেষে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন। এই স্বীকৃতি তিনি পেলেন ২০২৩ সালের ‘জওয়ান’ সিনেমার জন্য। অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শাহরুখ অনেক সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন, কিন্তু অনেক সময় তা স্বীকৃতি পায়নি। যেমন “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বা স্বদেশ”। “স্বদেশ”র জন্য তিনি অবশ্যই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। তাই প্রায় ৪০ বছরের অপেক্ষার পর এই পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। “স্বদেশ”র জন্য তিনি অবশ্যই শতভাগ এই পুরস্কারের যোগ্য ছিলেন। আবার...