২০২৫ সালের প্রবীণ দিবসের জন্য বাংলাদেশ সরকার-এর সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক র্যলী,আলোচনা সভা, প্রবীণদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী অসহায় প্রবীণদের জন্য সাংবিধানিক অঙ্গীকার সন্নিবেশিত করা হয়েছে। “পিতা-মাতা ভরণপোষণ আইন, ২০১৩” কার্যকরভাবে বাস্তবায়ন এবং দারিদ্র্য-পীড়িত প্রবীণদের জন্য কৃষি ঋণ বা আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সহজ শর্তে ঋণ প্রদানের মতো পদক্ষেপগুলোও অন্তর্ভুক্ত। বাংলাদেশ সরকার ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে প্রবীণদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে প্রবীণরা প্রধানত চারটি নিপিড়নের শিকার হন: মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, আর্থিক নির্যাতন এবং অবহেলার শিকার হন। একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৮৮% প্রবীণ মানসিক নির্যাতনের, ৮৩% অবহেলার, ৫৪% আর্থিক নির্যাতনের এবং ৪০% শারীরিক নির্যাতনের শিকার হন। মানসিক...