রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, সমাধানও সেখান থেকেই শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে তিনি নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সাত দফা প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ন্যায্যতা, নিরাপত্তা ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। রোহিঙ্গা প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়ে দেন—তারা কেবল সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চান। বাস্তবমুখী পদক্ষেপ ছাড়া তা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক এ সময় পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—সহিংসতা বন্ধ করা, আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলা, মিয়ানমারকে সামরিক প্রভাব থেকে মুক্ত করা এবং আন্তর্জাতিক আইনের...