শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পুরো দায় নিজের কাঁধে নিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ইএসপিএন জানিয়েছে, ম্যাচের বিরতিতেই তিনি খেলোয়াড়দের কাছে কৌশলগত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সব দায় নিয়েছেন নিজের কাঁধে। মাশ্চেরানো বলেন, ‘পরিষ্কারভাবে বলছি, আমার ম্যাচ পরিকল্পনায় ভুল ছিল। প্রথমার্ধে খেলোয়াড়দের সঠিকভাবে সাহায্য করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। এটা কোনো খেলোয়াড়ের দোষ নয়, কেবল আমার কৌশলগত ধারণার ব্যর্থতা। আমরা বল দখল করে খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু বাস্তবে ম্যাচটা ছিল একেবারেই ভিন্নরকম। তাই এই পরাজয়ের পুরো দায় আমার।’ এই হারে মায়ামির টানা দ্বিতীয়বার সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ কঠিন হয়ে গেল। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তারা এখন চতুর্থ...