প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত শনিবার শেষ মুহূর্তের গোলে পরাজয়ের পর আবারও হারের তেতো স্বাদ নিল লিভারপুল। এবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেছেন ভিক্টর ওসিমেন। ইস্তানবুলে ম্যাচের শুরুর দিকেই ১৬তম মিনিটে পেনাল্টি থেকে ভিক্টর ওসিমহেনের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। সেই গোল শোধ করতে পারেননি সালাহরা। বরং সালাহকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ম্যাচের এক ঘণ্টা পর সালাহকে যখন নামানো হয়, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে গালাতাসারা। এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে আনা দুই তারকা খেলোয়াড় আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভার্টজ এখনো দলের সাথে তাল মেলাতে পারছেন না। বিশেষ করে ১১৬ মিলিয়ন পাউন্ডে বায়ার লেভারকুজেন থেকে আসা ভার্টজ এখনো গোলশূন্য, এবং মাঠে...