নিজস্ব প্রতিবেদক : নাবিল গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এস. আলম গ্রুপের মতো নাবিল গ্রুপও নজিরবিহীন লুটপাটের সঙ্গে জড়িত থাকলেও গণমাধ্যমে তাদের বিষয়ে তেমন আলোচনা হয়নি। অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং ব্যাংকের অভ্যন্তরীণ প্রভাবশালী সিন্ডিকেটের কারণেই নাবিল গ্রুপ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপনকে সম্প্রতি রাজশাহীতে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত দেখা গেছে, যা জামায়াতের ছত্রছায়ায় তার বহাল তবিয়তে থাকার প্রশ্ন তুলেছে। বাংলা আউটলুকে প্রকাশিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, শুধু ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট ও পাবনা শাখা থেকেই নাবিল গ্রুপ ভুয়া ঠিকানা ও নামসর্বস্ব প্রতিষ্ঠান ব্যবহার করে সাড়ে ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। ঢাকা সহ অন্যান্য শাখার ঋণ জালিয়াতির প্রমাণ মিলিয়ে...