দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়ে থাকে। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। আজ ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।আরো পড়ুন:আজ থেকে টানা ৪ দিনের ছুটি শুরুদুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে: খাদ্য উপদেষ্টা দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে: খাদ্য উপদেষ্টা নবমী তিথি সন্ধিপূজা দিয়ে শুরু হয়। এই পূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিটজুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করা হয়। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে। মহানবরাত্রিতে দেবীদুর্গার আরাধনার অনেক...