বাংলাদেশের প্রধান ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী গঠনতন্ত্র ও পরিচয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। দলটির নামও সংশোধন করা হয়েছে—আগে পরিচিত ছিল “জামায়াতে ইসলামী বাংলাদেশ”, এখন থেকে শুধু “বাংলাদেশ জামায়াতে ইসলামী” নামে পরিচিত হবে।দলীয় গঠনতন্ত্রে আগে উল্লেখ ছিল “আল্লাহর আইন চালু” করা হবে মূল লক্ষ্য। তবে নতুন সংশোধিত গঠনতন্ত্রে সেই অংশ বাদ দিয়ে “নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার” সংযোজন করা হয়েছে।দলটির লোগো থেকেও কোরআনের আয়াত ও “আল্লাহু” লেখা বাদ দেওয়া হয়েছে। নতুন লোগোতে তুলনামূলক নিরপেক্ষ ও আধুনিক প্রতীক ব্যবহার করা হয়েছে।আওয়ামী লীগের পতনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী এখন বড় ধরনের শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।তবে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নাম থেকে 'ইসলাম' শব্দটি বাদ দিতে বললেন দলটির প্রয়াত...