কিলিয়ান এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কায়রাত আলমাটিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে ফ্রেঞ্চ সুপারস্টারের এটি চতুর্থ হ্যাটট্রিক, আর তার সুবাদেই কাজাখস্তানের মাঠে ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। মাদ্রিদের ডার্বিতে আটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে ভরাডুবির পর ১৩ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে রিয়ালের জন্য এই ম্যাচটা ছিল একরকম মান-সম্মান ফেরানোর লড়াই। এদিন অবশ্য শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন কোচ জাবি আলোনসো। তবে আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভরসা রেখেছিলেন এমবাপ্পেকেই। আর সেই আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন ফরাসি তারকা। একটি পেনাল্টি ও দুটো চোখধাঁধানো ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।আরো পড়ুন:এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল ইনজুরিতে থাকা কারভাহালের অনুপস্থিতিতে অধিনায়কের...