প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও হারের দেখা পেল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুলের র্যামস পার্কে লিভারপুলকে ১-০ গোলে হারাল গালাতাসারায়। অন্যদিকে, বেনফিকার আত্মঘাতী গোলের কল্যাণে জয় পেল চেলসি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি।ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারের পর এদিন মূল একাদশে মোহামেদ সালাহকে রাখেননি লিভারপুল কোচ আর্নে স্লট। তবে তার সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। ম্যাচে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে তুর্কি জায়ান্টরা। ম্যাচের ১৬ মিনিটে ১৬ মিনিটে এগিয়ে যায় গালাতাসারায়। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ভিক্টর ওসিমেন।দ্বিতীয়ার্ধে দারুণ এক সেভের পর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় লিভারপুল গোলরক্ষক আলিসনকে। গোল শোধ করতে ৬০ মিনিটের পর সালাহ ও আলেকজান্ডার ইসাককে নামালেও ব্যর্থ হয় ইংলিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে সৌভাগ্যের ছোঁয়ায়...