ঢাকায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ। আগামী চারদিন এমন ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। এছাড়া জলাবদ্ধতা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। কেবল রাজধানী নয়, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়কে পানি জমে গেছে। বুধবার সকাল থেকেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে চলাচলে সমস্যা হচ্ছে পথে বের হওয়া মানুষদের। কাজী জেবুন্নেসা বলেন, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। “আগামী ৪ অক্টোবর পর্যন্ত এমন প্রবণতা থাকবে। ঢাকায় জলজটের শঙ্কা আরও বাড়বে।” জলাবদ্ধতা থেকে দুর্ভোগ কমাতে আগামী...