মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম।আরো পড়ুন:বরিশালে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নিহতবগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত নিহত ব্যক্তির নাম মাহিম (২২)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন-হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রত্না (২৩) এবং সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে অটোরিকশা চালক রুপচান (৩০)। স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি ট্রাক মানিকগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা...