হলিউডের ব্যস্ত সময়সূচি আর যুক্তরাষ্ট্রের সংসার জীবনের ভিড়ে দুর্গাপূজার আনন্দ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু এবারের শারদোৎসবে ঘটল চরম চমক। বলিউডের দেশি গার্লখ্যাত প্রিয়াঙ্কা চোপড়া আচমকাই হাজির হলেন রানি-কাজলের মুখার্জি বাড়ির দুর্গাপূজায়। নীল ও রুপালি জরির ঝলমলে সালোয়ারে অপরূপা প্রিয়াঙ্কা মঞ্চে উঠেই প্রতিমার দর্শন করলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন, আর মুহূর্তেই জয় করলেন উপস্থিত ভক্তদের হৃদয়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সে সময় প্রিয়াঙ্কার সঙ্গে এসে দেখা করেন মুখার্জি বাড়ির ছেলে পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। তবে দেখা মিলল না রানি বা কাজলের। তবে রানি-কাজলের দুর্গাপূজায় প্রিয়াঙ্কার আগমন রীতিমতো অবাক করার মতো বিষয় ছিল।উল্লেখ্য, বর্তমানে নির্মাতা এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিতব্য এসএস এমবি ২৯ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ছবির একটি বড় অংশের শুটিং হয়ে গেছে কেনিয়ার বিভিন্ন সুন্দর লোকেশনে। সবকিছু...