বাংলাদেশের বহুধর্মীয় সমাজে প্রতিবছর পূজা-পার্বণ ঘিরে প্রশ্নটি নতুন করে আলোচনায় আসে—মুসলমান কি পূজায় যেতে পারে? উত্তরটি সরল নয়, বরং অটল ও অমোঘ না, কোনো অবস্থাতেই নয়। ইসলাম যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তার প্রথম ও প্রধান স্তম্ভ হচ্ছে তাওহিদ অর্থাৎ এক আল্লাহর এককত্বে বিশ্বাস। আর তাওহিদের বিরুদ্ধে সর্ববৃহৎ বিদ্রোহ হলো শিরক। পূজা মণ্ডপ হলো সেই জায়গা, যেখানে প্রকাশ্যে শিরক সংঘটিত হয়, যেখানে আল্লাহর বদলে মূর্তিকে উপাস্য বানানো হয়। একজন মুসলমান সেখানে গিয়ে উপস্থিত থাকা মানেই শিরককে প্রত্যক্ষ করা, আর সেটিই কুরআনের দৃষ্টিতে চরম অন্যায়। আল্লাহ ঘোষণা করেছেন, যখনই তোমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার হতে বা উপহাস হতে শুনবে, তখন তাদের সঙ্গে বসো না, যতক্ষণ না তারা অন্য বিষয়ে প্রবৃত্ত হয়। অন্যথায় তোমরা তাদেরই মতো হয়ে যাবে। (সূরা আন‘আম: ৬৮) এ আয়াত...