মানুষ মরে গেলে, তার জীবন সেখানেই শেষ। খুব প্রতিষ্ঠিত কেউ হলে বংশ টিকিয়ে রাখার প্রশ্ন দুই/এক জেনারেশনের মধ্যে থাকে। এরপর সব শেষ। সম্পত্তি, পরিচয়, নাম-নিশানা কিছুই থাকে না। আর সাধারণ মানুষের ক্ষেত্রে তাও থাকে না। বৃদ্ধ বয়সে ছেলে সন্তান দেখাশোনা করবে, এখন এই ধারণাও আর চলে না। কাজেই কীসের আশায়, কীসের তরে পুত্র সন্তানের দিকে মানুষের এই টান? পুত্র সন্তানের প্রতি টানের কারণে পুরুষদের একটা অংশ স্ত্রীর উপরে চাপ প্রয়োগ ও নির্যাতন চালাতেও কুণ্ঠিত হয় না। শুধু যে বাংলাদেশে এই অবস্থা তা নয়, বিশ্বের আরো দেশেও এই মনোভাব লক্ষণীয়। 'পক্ষপাতমূলক লিঙ্গ নির্ধারণের ঝুঁকি' শীর্ষক এক আলোচনায় বলা হয়েছে, ২০২০ সালের হিসাব অনুযায়ী পৃথিবীর ১ কোটি ৪২ লাখ নারী বিশ্বাস করেন, শুধু মেয়ে হয়ে জন্ম নেয়ার কারণে তারা পরিবার ও সমাজ...