তুরস্কের ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে হেরেছে প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুল। মঙ্গলবার রাতে আর্নে স্লটের দল ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছে। একই রাতে জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল রিয়াল মাদ্রিদ। জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। চলতি মৌসুমে টানা সাত জয়ের পর পরাজয়ের স্বাদ নিতে হয়েছে লিভারপুলকে। গ্যালাতাসারের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টোর ওসিমিয়েন, ১৬ মিনিটে স্পটকিক থেকে। আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ ব্যবধানে জয় পেয়েছে বেনফিকার বিপক্ষে। প্রথমার্ধে বেনফিকার নিজেদের জালেই জড়ানো গোলটি গড়ে দিয়েছে ব্যবধান। স্ট্যামফোর্ড ব্রিজে বেনফিকার রিকার্ডো রাইস নিজেদের জালে বল জড়ান। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান সান সিরোতে...