খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়ালেও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মঙ্গলবার পরীক্ষায় নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট জয়া চাকমা জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে কোনো আলামত মেলেনি। মেডিকেল টিমে আরও ছিলেন চিকিৎসক মোশারফ হোসেন ও নাহিদা আকতার। ২৩ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগ ওঠার পর পরদিন সকালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন প্রস্তুত হলেও তা প্রকাশ্যে আসে মঙ্গলবার। প্রতিবেদনের ১০টি সূচকেই স্বাভাবিক উল্লেখ রয়েছে। পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “প্রতিবেদন হাতে পেয়েছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।” তিনি জানান, আন্দোলনকারীদের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং পূজার উৎসবের আমেজ নষ্ট হয়েছে। এ ঘটনায় সহিংসতায় গুইমারায় গুলিতে তিনজন নিহত হন।...