০১ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে লড়াইয়ে ফেরালেন লুইস সুয়ারেস। কিন্তু হলো না শেষ রক্ষা। শেষ দিকে আরও দুই গোল হজম করে আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেই গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও হবে ৬৫ পয়েন্ট। অন্য দিকে এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো...