০১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ো বাতাসে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মা-ছেলে দুজন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে যায়। আরও জানা যায়, নৌকায় একজন পুরুষ, দুই জন মহিলা ও দুই জন শিশু ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিন (৪০)...