০১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. চন্দন কুমার পাল সাত মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর কারাগার থেকে বেড়িয়েছেন। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন তিনি পালিয়ে ভারতে গিয়েছেন, কেউবা বলছেন তিনি দেশেই আছেন। এদিকে, জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসবতথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুলাই হত্যাকান্ডের মূলহোতা চন্দন কুমার পাল, যিনি তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামী। তাকে আদালত কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ...