০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও সাড়া ফেলতে যাচ্ছে তাদের আইকনিক ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ লঞ্চের মাধ্যমে। দীর্ঘ বিরতির পর এবার সিরিজটির মূল আকর্ষণ হিসেবে ফিরছে বহুল প্রতীক্ষিত প্রো ভার্সন। নতুন এডিশনটি আরও হালকা, বোল্ড এবং এআই-সমৃদ্ধ “পার্টি ফোন” হিসেবে বাজারে আসছে। নতুন প্রজন্মের জন্য বিশেষভাবে ডিজাইন করা রিয়েলমি ১৫ সিরিজে থাকছে অত্যাধুনিক এআই-পাওয়ার্ড ফিচার, দুর্দান্ত পারফরম্যান্স এবং উন্নত ক্যামেরা। ব্যবহারকারীদের জন্য থাকছে স্মার্ট এআই জিনি অ্যাসিস্ট্যান্ট, যার সাহায্যে ফটোগ্রাফি থেকে শুরু করে দৈনন্দিন কাজগুলো আরও সহজ, দ্রুত ও স্মার্ট উপায়ে করা সম্ভব হবে। ফোনটিতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০, যা সিঙ্গেল ট্যাপেই ছবির অপ্রয়োজনীয় ডিস্ট্রাকশন মুছে ফেলবে। পাশাপাশি কম আলোতেও উজ্জ্বল ও স্পষ্ট ছবি তোলার জন্য থাকছে এআই...