রূপসজ্জার অঙ্গ নখরঞ্জনীও। নখ কেটে, সুন্দর করে নেলপলিশ পরে থাকলে হাতের সৌন্দর্যই পাল্টে যায়।তাছাড়া পোশাকের সঙ্গে রং মিলিয়ে নেলপলিশ পরার শখ কম-বেশি অনেকেরই থাকে। কিন্তু কখনও খেয়াল করেছেন কি, লম্বা সময় ধরে নেলপলিশ পরে থাকলে কী হয়? ত্বকের রোগের চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে নেলপলিশ পরে থাকা, একটি তুলে সঙ্গে সঙ্গে অন্য নেলপলিশ পরার মতো অভ্যাস নখের পক্ষে ক্ষতিকর। সবচেয়ে বেশি দেখা যায় নখ হলদেটে হয়ে যেতে বা ছোপ ধরতে। শুধু তা-ই নয়, নেলপলিশের মধ্যে থাকা রাসায়নিকের প্রভাবে কিউটিকলের (নখের আস্তরণ) যথেষ্ট ক্ষতি হয়। কারও কারও নখ ভঙ্গুর, পাতলাও হয়ে যায়। দ্রুত শুকিয়ে যাবে, বেশি দিন নখে টিকে থাকবে— এমন নেলপলিশেরই সন্ধান করেন সকলে। এ কাজেই ব্যবহৃত অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ফরম্যালডিহাইডের মতো রাসায়নিক। এই ধরনের উপাদানগুলি নখের পক্ষে...