চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার বড় ধাক্কা খেল লিভারপুল। ইস্তানবুলে তুরস্কের দল গালাতাসারায়ের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নদের। ম্যাচের একমাত্র গোলটি আসে ভিক্টর ওসিমেনের পেনাল্টি থেকে, খেলার ১৬তম মিনিটে। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হেরে গিয়েছিল গালাতাসারায়। তবে নিজেদের মাঠে পুরোপুরি ভিন্ন রূপে খেলল তুর্কি চ্যাম্পিয়নরা। লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতাকে ভালোভাবেই কাজে লাগাল তারা। লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট এই ম্যাচে দলকে শুরু থেকেই খেলিয়েছেন ভিন্ন পরিকল্পনায়। মোহামেদ সালাহ ও রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাককে বেঞ্চে বসিয়ে রাখেন তিনি। মিডফিল্ডার ডোমিনিক সোবোস্লাইকে খেলান রাইট-ব্যাকে। সেই সিদ্ধান্তই ম্যাচে উল্টো বিপদ ডেকে আনে। ১৬ মিনিটে সোবোস্লাইয়ের হাত প্রতিপক্ষ ফরোয়ার্ড বারিস আলপার য়িলমাজের মুখে লাগলে পেনাল্টি পায় গালাতাসারায়। স্পট কিক থেকে ওসিমহেন গোল করলে পিছিয়ে পড়ে...