বুধবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মতিঝিল, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, তেজকুনিপাড়া, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ, ও ধানমন্ডির বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে ফলে আজ সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার বিকল হওয়ার চিত্র চোখে পড়ে। আবার কোথাও কোথাও হাঁটু পানি মাড়িয়ে পথচারীদের গন্তব্যে যেতে দেখা গেছে। পরিবার নিয়ে পূজার ছুটিতে গ্রামে যাবেন সুকান্ত হালদার। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের হাঁটুজলে দাঁড়িয়ে আছেন তিনি, অপেক্ষা করছেন গাবতলী পর্যন্ত যাওয়ার যানবাহন পাওয়ার জন্য। তিনি বলেন, পরিবার নিয়ে পূজার ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। কিন্তু এখন হাঁটুজলে দাঁড়িয়ে আছি। নারী-শিশুদের নিয়ে বিপাকে আছি। এদিকে বৃষ্টিও থামছে না। ফলে...