বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বণ্টন নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে ভূমি রেকর্ড খতিয়ানে ওয়ারিশদের নাম না থাকলে তারা সম্পত্তি পাবেন কি না—এই প্রশ্নে নানা মতভেদ দেখা যায়। আইন বিশেষজ্ঞরা বলছেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তিই উত্তরাধিকার সূত্রে ভাগ হয়। মৃত্যুর আগ পর্যন্ত কারও জন্য উত্তরাধিকার সৃষ্টি হয় না। তবে কোন খতিয়ানে নাম না থাকলে ওয়ারিশরা সম্পত্তি পাবেন না, আর কোন খতিয়ানে নাম বাদ পড়লেও উত্তরাধিকারীরা সম্পত্তি পাবেন—এখানে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। 👉সিএস (C.S.) খতিয়ান:যদি মৃত ব্যক্তির নামেসিএস খতিয়ানে (ক্যাডাস্ট্রাল সার্ভে)কোনো সম্পত্তি না থাকে, তাহলে তিনি মূল মালিক হিসেবে স্বীকৃত নন। অর্থাৎ তার ওয়ারিশরা সেই সম্পত্তি দাবি করতে পারবেন না। উদাহরণস্বরূপ, রহিম সাহেব জীবদ্দশায় জমি চাষ করলেও যদি সিএস খতিয়ানে তার নাম না থেকে বড়...