দ্য লস্ট বাসসত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাপল টিভি প্লাসের নতুন সিনেমা ‘দ্য লস্ট বাস’ এক হৃদয়স্পর্শী কাহিনি তুলে ধরেছে। এখানে দেখানো হয়েছে এক বাসচালক ও এক নিবেদিতপ্রাণ স্কুলশিক্ষককে, যাদের দায়িত্ব পড়ে ২২ জন শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়ার—যখন তারা পালাচ্ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ বনাগ্নি থেকে। সিনেমাটি নির্মিত হয়েছে লিজি জনসনের ২০২১ সালে প্রকাশিত বই ‘প্যারাডাইস: আমেরিকান দাবানল থেকে বাঁচতে এক শহরের সংগ্রাম’ অবলম্বনে। যেখানে বর্ণনা করা হয়েছে ২০১৮ সালের ভয়ংকর ‘ক্যাম্প ফায়ার’-এর বাস্তব ঘটনা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পল গ্রিনগ্রাস। এ সিনেমায় অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাঘি, আমেরিকা ফেরেরা, অ্যাশলি অ্যাটকিনসনসহ আরও অনেকে। মুক্তি পাবে ৩ অক্টোবর।প্লে ডার্টিএকজন দুর্ধর্ষ চোর জীবনের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করে নামছে ‘প্লে ডার্টি’তে। পার্কার (মার্ক ওয়াহলবার্গ), গ্রোফিল্ড (লা-কিথ স্ট্যানফিল্ড), জেন (রোসা সালাজার) এক দক্ষ দলের সঙ্গে...