লিওনেল মেসির জন্য এলো এক মন খারাপের রাত। শিকাগো ফায়ার এফসির কাছে তার দল ইন্টার মায়ামি হেরে গেছে ৫-৩ গোলের বড় ব্যবধানে। মঙ্গলবার রাতের এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএস প্লে-অফে জায়গা করে নিল শিকাগো। তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে। এই জয়ে দীর্ঘদিন পর এমএলএস প্লে-অফে ফিরে গিয়ে নতুন ইতিহাস গড়ল শিকাগো ফায়ার। অন্যদিকে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করা লিওনেল মেসির ইন্টার মায়ামি এই পরাজয়ে সাপোর্টার্স শিল্ড দৌড়ে পিছিয়ে পড়ল। এখন ফিলাডেলফিয়া ইউনিয়ন নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে জিতলেই তাদের নিয়মিত মৌসুমের শিরোপা নিশ্চিত হবে। ম্যাচের শুরুতে এগিয়ে যায় শিকাগো। ১১তম মিনিটে দিজে দ’আভিলা দারুণ হেড থেকে গোল করেন। এরপর ৩১তম মিনিটে জনাথন ডিন একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৩৯তম মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান,...