সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের আগামী মৌসুমে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলবেন কার্তিক। শ্রীলঙ্কান কিপার-ব্যাটার কুসাল মেন্ডিসের বদলি হিসেবে তাকে নিয়েছে দলটি। এই দলের কোচ জেপি দুমিনি কার্তিকের চেয়ে স্রেফ এক বছরের বড়। লঙ্কান প্রিমিয়ার লিগ আর আইএল টি-টোয়েন্টির সময় একসঙ্গে পড়ে যাওয়ায় নাম প্রত্যাহার করে নিয়েছেন মেন্ডিস। ভারতের ক্রিকেটাররা এমনিতে ভারতীয় ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থায় দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট ও ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অন্যান্য লিগে খেলার দুয়ার খুলে যায় কার্তিকের সামনে। গত বছর বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি-টেন ক্রিকেটে খেলেছেন তিনি, লেজেন্ডস লিগে খেলেছেন সাউদান সুপারস্টার্সের হয়ে। স্বীকৃত ক্রিকেটে দেশের বাইরের লিগে প্রথম খেলার স্বাদ পান এই বছরের শুরুতে এসএ টোয়েন্টিতে। খুব ভালো অবশ্য করতে পারেননি সেই আসরে।...