০১ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম ধামরাইয়ে বণিক বাড়ির অষ্টধাতুর দুর্গা প্রতিমা এবারও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ৫২০ কেজি ওজনের ও ৮ ফুট লম্বা এই প্রতিমা দেখতে ভিড় করছেন দেশের নানা প্রান্তের মানুষ। বিশেষ দিক হলো অন্যান্য প্রতিমার মতো পূজা শেষে এটিকে বিসর্জন দেওয়া হয় না। গত সাত বছর ধরে বণিক পরিবারের উত্তরসূরি সুকান্ত বণিক এই প্রতিমার পূজা করে আসছেন। জানা গেছে, বণিক পরিবারে দুর্গাপূজার প্রচলন ১০০ বছরেরও বেশি সময়ের। তবে শুরুতে বাড়ির বাইরে প্যান্ডেলে পূজা হলেও বর্তমানে তা বাড়ির ভেতরে অনুষ্ঠিত হচ্ছে। সুকান্ত বণিক জানান, তাদের পরিবার ২০০ বছরের ঐতিহ্য নিয়ে তামা, কাঁসা ও পিতলের শিল্পের সঙ্গে জড়িত। পূর্বে মাটির প্রতিমা দিয়ে পূজা হতো, কিন্তু জনবল কমে যাওয়ায় তা আর সম্ভব...