জাতীয় নির্বাচনের আগ দিয়ে লাখ দশেক প্রবাসীকে ভোটের আওতায় আনতে পোস্টাল ভোটিংয়ের ‘এলাহী কাণ্ড’ চললেও তাতে ফল মেলে যৎসামান্যই। যদিও এসব প্রবাসী ভোটার ছাড়াও দেশের ভেতরেই ভোটকেন্দ্রের বাইরে থেকে যায় ভোটারদের একটি বড় অংশ। সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর জেলখানার কয়েদিরা ভোটকেন্দের বাইরে থেকে যান। সব মিলিয়ে সেই সংখ্যা কত, তার সঠিক হিসাব না পাওয়া গেলেও প্রতি বছর কেবল ভোটের কাজেই নিয়োজিত থাকে প্রায় আট-দশ লাখ মানুষ। প্রবাসীদের মত তারাও চাইলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে, তবে এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও অন্যান্য জটিল কালাকানুনের ঘেরাটপে তাতে আগ্রহই দেখা যায়নি কারও। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে ডাকযোগে ভোটদানের সেই প্রক্রিয়া সহজ করছে নির্বাচন কমিশন। বিদেশে ব্যালট পাঠানো ও বিদেশ থেকে আনাসহ অন্যান্য খরচ মিলিয়ে...