খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা নামের ফেসবুক পেইজে মিডিয়া সেল কর্তৃক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো। তবে, প্রশাসনের কাছে উপস্থাপিত তাদের ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ না হয়, তবে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। অবরোধ স্থগিতের ঘোষণার পর খাগড়াছড়ির পরিস্থিতির উন্নতি...