টি–টোয়েন্টি ইতিহাসে প্রথম সহযোগী দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দলকে ধবলধোলাই করার স্বপ্নটা একেবারে হাতের মুঠোয় ছিল নেপালের। কিন্তু শেষ ম্যাচেই সব ভেস্তে গেল। সিরিজ জিতলেও আজ শারজায় ক্যারিবীয়দের কাছে লজ্জাজনক হারে থেমে গেল ইতিহাস গড়ার দৌড়। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জয় নিয়ে ২–০ তে এগিয়ে ছিল নেপাল। তাই শেষ ম্যাচে জিতলেই হতো টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ। কিন্তু সেদিনটা ছিল না নেপালের জন্য। মাত্র ১২২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১০ উইকেট হাতে রেখেই ৪৬ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ শেষ হয় ২–১ ব্যবধানে। নেপালের ব্যাটিংয়ে খানিকটা লড়াই দেখা গেছে ওপেনার কুশল ভুরতেলের ব্যাটে। ২৯ বলে ৩৯ রান করেন তিনি, হাঁকান ৩টি ছক্কা। তবে বাকিদের ব্যর্থতায় শেষ ৯ উইকেট পড়ে যায় মাত্র ৬২ রানে।...