০১ অক্টোবর ২০২৫, ০৯:১৬ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম সুন্দরবনে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামের এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এক ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন সুন্দরবন জলদস্যু মুক্তকরণে বিশেষ অবদান রাখা সাংবাদিক মোহসীন উল হাকিম। পোস্টে তিনি লেখেন, কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ করে। গত বছর মারা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক। পাঁচ জনের কাঁকড়া শিকারির দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহূর্ত। দুই পা একসাথে কামড়ে ধরল বিশাল এক কুমির।...