বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে দুই দেশ এ প্রতিশ্রুতি জানায়। জাতিসংঘের তথ্যমতে, এই অর্থ মূলত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপদ পানি নিশ্চিত করতে ব্যয় করা হবে। একইসঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় শিবিরে অবস্থান করছে। ক্রমবর্ধমান মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সহযোগিতা রোহিঙ্গাদের জীবিকা রক্ষা এবং সংকট মোকাবেলায় বড় ধরনের ভূমিকা রাখবে। তবে রোহিঙ্গাদের টেকসই সমাধানের জন্য নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর উপায় বলে আন্তর্জাতিক মহল মত দিয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত...