‘বাস-ট্রাক তো বাদ দিলাম ভ্যান-ইজিবাইকে চলাচল করাও এখন দুষ্কর। দিনের বেলা একিয়ে বেকিয়ে চলাচল করতে হচ্ছে আর সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মুখ থুবড়ে গর্তে পড়তে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন থাকায় দুই উপজেলার সাধারণ মানুষের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ পাইকগাছা উপজেলার বাসিন্দা হাসান মোল্ল্যা বলেন, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এ রাস্তায় উঠতে ইচ্ছা করে না। স্থানীয় মানুষের কাছে সড়কটি এখন আজাবে পরিণত হয়েছে। কাজ অর্ধেক করে ফেলে রেখেছে। যার কারণে আরো বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। সড়কটির বেহাল দশার কারণে এ অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারছে না। দ্রুত যাতায়াতে একদিকে ভোগান্তি হচ্ছে অন্যদিকে বড় ছোট দুর্ঘটনা প্রায় ঘটছে। বাস চালক তোহা শেখ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন খুলনা থেকে পাইকগাছা ও কয়রা রুটে বাস ট্রাকসহ...