দুর্গাপূজার সঙ্গে পেটপূজা যেন ওতপ্রোতভাবে জড়িত। এই সময়ে পোলাও-মাংস থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মিষ্টি খাওয়া হয়। তবে পূজাতে খাসির মাংসের মালাইকারি মানেই জমজমাট খাবার। চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায়। যারা খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তারা খাসির মাংসের মালাইকারি রান্না করতে পারেন। যা একবার রান্না করে খেলে মুখে স্বাদ অনেক দিন লেগে থাকবে। আসুন জেনে নেওয়া যাক খাসির মাংসের মালাইকারি কীভাবে বানাবেন- উপকরণ১. খাসির মাংস আধা কেজি২. পেঁয়াজ কুঁচি ২ চা চামচ৩. আদাবাটা ১ চা চামচ৪. রসুনবাটা ২ টেবিল চামচ৫. পোস্তবাটা ১ চা চামচ৬. কাজুবাদাম বাটা ১ চা চামচ৭. কিশমিশ বাটা ১ চা চামচ৮. টক দই আধা কাপ৯. ঘি আধা কাপ১০. নারিকেল দুধ ১ কাপ১১. ক্রিম ৩ টেবিল চামচ১২. লবণ স্বাদমতো১৩. পানি প্রয়োজনমতো প্রস্তুত প্রণালিমাংসের টুকরোগুলো টকদই দিয়ে...