শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তির অল্প সময়ের মধ্যেই তিনি সীমান্ত পার হয়ে ভারতের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, আমাদের নেতাকর্মীরা জামিন পেলেই পুলিশ জেলগেট থেকে আবারও আটক করে। অথচ হত্যা মামলাসহ সাত মামলার আসামি কীভাবে জামিন নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন? সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ করেন, এখানে টাকার...