বাংলাদেশের বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকের ভয়াবহ আর্থিক সংকটের প্রেক্ষাপটে এগুলোকে একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্পদের আকারে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) কার্যত ধসে পড়েছে। আমানতকারীদের টাকা দিয়েই কর্মীদের বেতন পরিশোধ করতে হচ্ছে। শুধু গত বছরই এ ব্যাংকের লোকসান হয়েছে ৫,৪৫০ কোটি টাকা, মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৫৩,৮৯০ কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ৯৯.৫ শতাংশ। একই অবস্থা আরও চার ব্যাংকের— গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা, অথচ ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। বিপুল ঋণের বড় অংশই খেলাপি...