বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। দীর্ঘ এই পথচলায় তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে দুই সন্তান—মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে গোবিন্দ-সুনীতা দম্পতির সংসার। নেপথ্যে—গোবিন্দর পরকীয়া প্রেম। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু সুনীতা দাবি করেছেন—“এসবই মিথ্যা।”আরো পড়ুন:আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেকমুখার্জি বাড়ির পূজায় জয়া সংসার ভাঙার বিষয়ে একাধিকবার ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন সুনীতা আহুজা। সম্প্রতি সুনীতা তার ব্লগে এ বিষয়ে ফের কথা বলেছেন। সংসার ভাঙার গুঞ্জন তার উপর কতটা প্রভাব ফেলেছে, গোবিন্দর পরকীয়া প্রেম নিয়েও এই ব্লগে কথা বলেছেন সুনীতা। সুনীতা আহুজা বলেন, “সমস্যা হলো, গোবিন্দর পরিবারে এমন কিছু লোক আছে যারা চায় না,...