একটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হতো তাদের মধ্যে। কখনো পাকিস্তান জিতত, কখনো ভারত। বরং পাকিস্তানই একটু এগিয়ে থাকত, যেটার প্রমাণ পরিসংখ্যান। এখনো দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই ভারী। সব সংস্করণ মিলিয়ে ২১১ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টি, ভারত জিতেছে ৭৯টি। বাকি ম্যাচগুলো হয়েছে ড্র, টাই বা পরিত্যক্ত। তবে সময়ের বিবর্তনে এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে।ভারত-পাকিস্তান দ্বৈরথইদানীং বড্ড একপেশে হয়ে গেছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই পাকিস্তানকে হ্যাটট্রিক পরাজয়ের তেতো স্বাদ দিয়েচ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতের কাছে উত্তরসূরিদের অসহায় আত্মসমর্পণ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের বর্তমান দল তো বটেই; টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, এশিয়া কাপ ফাইনালে হার পাকিস্তান ক্রিকেটের গভীর সমস্যার প্রতিফলন। পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলএআরওয়াই...