ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের ২২৮ কোটি টাকার একটি প্রকল্পে ৩৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়ে অর্ধেক কাজও শেষ হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি শেষ করতে আরও ৪২০ কোটি টাকা বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি অনুমোদিত হলে মোট ব্যয় হবে প্রায় ৭৬০ কোটি টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে জ্বালানি সরবরাহের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ জেট ফুয়েল পাইপলাইন নির্মাণে দুই বছরের প্রকল্পটি ২০১৯ সালের শেষ হওয়ার কথা থাকলেও এখন ২০২৭ সালের আগে শেষ হচ্ছে না। এর মধ্যে দুই প্রকল্প পরিচালক অবসরে চলে গেছেন। ‘জেট এ-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ (কাঞ্চন ব্রিজের নিকট) টু কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো (কেএডি) ইনক্লুডিং পাম্পিং ফ্যাসিলিটিজ’ নামের এই প্রকল্পটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল পিএলসি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জের...