দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আজ বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে দেশের উঁচু পাহাড় চূড়াগুলোর অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং। তবে কেওক্রাডং পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণে এবার পর্যটকদের মানতে হবে ছয়টি শর্তাবলী। সম্প্রতি বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি কেওক্রাডং পর্বত ভ্রমণে পর্যটকদের জন্য ছয়টি শর্তাবলী আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী অফিসারের চিঠি এবং বান্দরবান রিজিয়নের সেনানিবাস থেকে প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার কেওক্রাডংসহ যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেসব জায়গায় পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকবে। এর বাইরে অন্যান্য স্থানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের জন্য নিম্নলিখিত...