মেয়েদের ওয়ানডেতে বাংলাদশের ব্যাটারদের সেঞ্চুরি মাত্র দুটি। প্রথমটি ফারজানা হকের, দ্বিতীয়টি অধিনায়ক নিগার সুলতানার। তবে নারী বিশ্বকাপে বাংলাদেশের কেউ এখনো তিন অঙ্ক ছুঁতে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান দলের অন্যতম সেরা ব্যাটার শারমিন আক্তার। মঙ্গলবার আসামের গুয়াহাটিতে দুই সহ-আয়োজক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। আগামীকাল কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে আইসিসি ডিজিটালকে নিজের স্বপ্নের কথা জানালেন শারমিন, ‘শেষ দুই-তিনটি সিরিজে দারুণ সময় কেটেছে আমার। বিশ্বকাপে দলের জন্য সেভাবেই অবদান রাখতে চাই। প্রথম সেঞ্চুরির দেখা পেতে নিজেকে আরেকটু ছাড়িয়ে যেতে হবে। সেঞ্চুরিটি বিশ্বকাপে পেলে অসাধারণ হবে। গোটা জীবনের জন্য স্মরণীয়। দলের জন্য আমি সেঞ্চুরি করতে চাই। আমি ভালো করতে পারলে দলেরও ভালো হবে।’ গত বছর দলে...