নিয়মিত অধিনায়ক লিটন দাস এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি ইনজুরির দরুন। সম্পূর্ণ সেরে না ওঠায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু তিন ম্যাচের টি ২০ সিরিজেও নেই লিটন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারকে। কিন্তু ভিসা জটিলতায় সৌম্যর সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের আগে ক্যাম্পে তার যোগ দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ মুহূর্তে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা রয়েছে। তাই সৌম্য দ্রুত ভিসা পাবেন কি না, এ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। বিসিবি লিটনের ইনজুরির পর থেকে সৌম্য বা অন্য কারও ভিসা প্রক্রিয়া এগিয়ে রাখেনি। তাই শেষ মুহূর্তে কিছুটা জটিলতা তৈরি হতে পারে সৌম্যর আমিরাতে যাওয়া নিয়ে। বাংলাদেশ ক্রিকেটআফগানিস্তান ক্রিকেটসংযুক্ত আরব আমিরাত নিয়মিত...